ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেরি থেকে নামতে গিয়ে পদ্মায় পড়ল কাভার্ডভ্যান

ফেরি থেকে নামতে গিয়ে পদ্মায় পড়ল কাভার্ডভ্যান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার ৭নং পন্টুন থেকে প্রায় ৩৬০ গজ দূরে পদ্মায় একটি কাভার্ডভ্যান ডুবে গেছে। গতকাল সকালে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের পন্টুনে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া কাভার্ডভ্যান ট্রাকটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। স্থানীয়রা ও নৌপুলিশ জানায়, সকাল পৌনে ১০টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের পন্টুনে রোরো ফেরি এনায়েতপুরী এসে পৌঁছায়। ফেরি থেকে যাত্রীবাহী পরিবহন পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান নামতে থাকে। এ সময় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। কাভার্ডভ্যানটি পদ্মায় ভাসতে ভাসতে ভাটির দিকে যেতে থাকে। এ সময় স্থানীয় জেলেরা পণ্যবাহী কাভার্ডভ্যানটি রশি দিয়ে বেঁধে নদীর পাড়ে রাখার চেষ্টা করে। ফায়ার সার্ভিসের সদস্যরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে গাড়ির চালককে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। উদ্ধারকৃত কাভার্ডভ্যানের চালক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাতারপাড়া গ্রামের মহসীন শেখের ছেলে শাহীন শেখ। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদউদ্দিন জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে উদ্ধার করা হয়েছে এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছে চালক। ট্রাক উদ্ধারের তৎপরতা অব্যাহত আছে। ট্রাকের মধ্যে চালক ছাড়া আর কেউ আছে কিনা সেটা জানা যায়নি। ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র জানান, এ বিষয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কাভার্ডভ্যানটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত