সারা দেশে ভোক্তা অধিকার দিবস পালিত

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নানা কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে পালিত হয়েছে জাতীয় ভোক্তা অধিকার দিবস। গতকাল সভা, সেমিনার, আলোচনাসভা করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে পড়ুন জাতীয় ভোক্তা অধিকার দিবসের বিস্তারিত...

অভয়নগর (যশোর) : সকালে উপজেলা পরিষদের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহ্ খালিদ মামুন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, ইউএনও অফিসের নাজির সুব্রত রায়, সিএ সিধু বিশ্বাস, হুমায়ন কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ দাস নান্টু, নওয়াপাড়া হোটেল মালিক সমিতির প্রতিনিধি সেলিম হোসেন সহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

পাবনা : পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি ও পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক ড. আব্দুল মজিদ, পাবনা চেম্বারের পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান, সাজ্জাদ প্রামানিক বাচ্চু, উত্তম কুমার কুন্ডু, ক্যাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক শফিক আল কামাল, সেভেন স্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

শ্রীবরদী (শেরপুর) : সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে এ উপলক্ষ্যে একটি র‌্যালি বের হয়। পরে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি এমএ মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু প্রমুখ।

শরীয়তপুর : সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাস (শিক্ষা ও আইসিটি) মোছা. তাছলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুদ্দিন গিয়াস। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু বকর সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) শরীয়তপুর সদর, সেগুপ্তা মেহনাজ, জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ কার্যালয় শরীয়তপুরের সহকারী পরিচালক মো. সুজন কাজী প্রমূখ।

নাটোর : সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি শামীমা লাইজু নীলা ও শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র প্রমুখ।

মেহেরপুরের (গাংনী) : সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।

চুয়াডাঙ্গা : বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উন্মুক্ত আলোচনা অংশ নেন সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

টাঙ্গাইল : সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল প্রমুখ।

নেত্রকোণা : সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

লালমনিরহাট : জেলা প্রশাসনের আয়োজনে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম মাসুম-উদ-দৌলার উপস্থাপনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ।