পচা মাছ বিক্রির দায়ে জরিমানা

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ‘কাউখালীতে স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। গতকাল দিবসটি উপলক্ষ্যে কাউখালী দক্ষিণ বাজার অভিযান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাছে রং মিশানোসহ পচা মাছ বিক্রির অভিযোগে চার মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কাউখালী হাটের দিনে দক্ষিণ বাজারে অসাধু ব্যবসায়ীরা পচা দুর্গন্ধযুক্ত রং মেশানো মাছ বিক্রির করার অপরাধে চার মৎস্য ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পচা ও দুর্গন্ধযুক্ত প্রায় ৮০ কেজি মাছ জব্দ করে তাৎক্ষণিক বিনষ্ট করা হয়। অভিযুক্ত মৎস্য ব্যবসায়ীরা হলেন মনু মিয়া, নুর ইসলাম, মো. সোহাগ ও ইলিয়াস সরদার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাজারে কোনো পচা দুর্গন্ধযুক্ত মাছ যদি কোনো ব্যবসায়ী বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সিন্ডিকেটের মাধ্যমে কোনো ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় মালামাল যদি সরকার নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামে বিক্রি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।