ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেন্দুয়ায় জাকাত ফাউন্ডেশন

খাদ্যসামগ্রী উপহার পেল ৩৩০টি হতদরিদ্র পরিবার

খাদ্যসামগ্রী উপহার পেল ৩৩০টি হতদরিদ্র পরিবার

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৩৩০টি হতদরিদ্র ও অসহায় পরিবারকে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দিয়েছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশ অফিস। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজিজুর রহমান, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশ অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ ও অফিস সহায়ক মো. আলমগীরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে জাকাত ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী পেয়ে হাসি ফুটে ওঠে উপস্থিত হতদরিদ্র ও অসহায় লোকজনের চোখে মুখে। খাদ্যসামগ্রী নিতে আসা উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুন্ডুলী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল মান্নান বলেন, রজমানের বাজারে সবকিছুর দাম বাড়তি। তাই মন চাইলেও অনেক কিছুই কিনে খেতে পারি না। আজকে যে খাদ্যসামগ্রী পেয়েছি- তা দিয়ে আমাদের বেশ কয়েক দিন ভালোভাবেই চলে যাবে ইনশাআল্লাহ। এ জন্য তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত