ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে চোর আটক

নাটোরে চোর আটক

নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক তার চুরির সময় হাতেনাতে মো: খলিল সরকার (৬২) নামে এক চোর আটক করেছে পুলিশ। এ সময় তারসহ চুরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। কুমরুল এলাকা থেকে চোরকে আটক করা হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত মো: খলিল সরকার (৬২) বগুড়া জেলার গাবতলি থানার নশিপুর এলাকার মৃত আফজাল সরকারের ছেলে। পুলিশ জানান, গত শুক্রবার রাতে বড়াইগ্রাম পুলিশের টহল টিম গোপান সংবাদের ভিত্তিতে খবর পায় উপজেলার কুমরুল এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পূর্বে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের পোলে টাঙ্গানো তার অজ্ঞাতনামা চোর চুরি করছে। এ সংবাদে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেনাতে মো: খলিল সরকার নামে একজনকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ৭০ ফিট দীর্ঘ ক্যাবল, চুরির কাজে ব্যবহৃত ৪টি হ্যাক সব্লেড, ১টি হ্যাক সব্লেড ফ্রেম, ৫টি লোহার রড এবং ১০০ গ্রাম সুতলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত