নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আহ্ছানিয়া মিশন দিবস পালিত

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব, গওছে জামান, আরেফ বিল্লাহ, শাহসুফী আলহাজ হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রহঃ) ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১৫ মার্চ নলতা শরীফে ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ প্রতিপাদ্যে আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। এরই ধারাবাহিকতায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এবারই প্রথম আহ্ছানিয়া মিশন দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে গত ১৫ মার্চ গত শুক্রবার বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মিশনের সহ-সভাপতি আলহাজ্ব মো: সাইদুর রহমানের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন হাফেজ মো: হাবিবুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো: নজরুল ইসলাম। পরে দিবসের তাৎপর্য ও গুরুত্ব ব্যাখ্যা করে বক্তব্য রাখেন নলতা শাহী জামে মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা আবু সাঈদ জিহাদী, আলোচকবৃন্দ বলেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) ছিলেন একজন আধ্যাত্মিক মহাপূরুষ, তিনি নবী করিম (সা.)-এর ‘হিলফুল ফুজুলের’ অনুকরণে নিজে মিশন প্রতিষ্ঠা করেন। পীরকেবলা (র.) ১৩ বছর বয়সে শিক্ষার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে যান ও ৬০ বছর বয়সে নলতা শরীফে ফিরে আসেন। তিনি মানবকূলের ইহকালিন শান্তি ও পরিকালিন মুক্তির জন্য আজীবন কাজ করে গেছেন। তার হাতে গড়া আহ্ছানিয়া মিশনের ১৮৮টি শাখা মিশন দেশ ও বিদেশে বিভিন্ন প্রান্তে সম্প্রসারিত হয়েছে। মিডিয়ার মাধ্যমে আজ আহছানিয়া মিশন পৃথিবীর ঘরে ঘরে পরিচিতি লাভ করেছে। সমাজের মুসলিম পরিবারের নারীরা এ মিশনের সাথে সম্পৃক্ত হয়ে এরইমধ্যে বেশ কয়েকটি মহিলা শাখা মিশন গঠন করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহুল পরিচিত মিশন এর প্রতিষ্ঠা দিবস ‘১৫ মার্চ আহ্ছানিয়া মিশন দিবস ‘হিসেবে প্রতি বছর উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় মিশন, শাখা মিশনগুলো সংশ্লিষ্ট ও নামাঙ্কিত প্রতিষ্ঠান এবং অনুরাগী ভক্তজন মিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘আহ্ছানিয়া মিশন দিবস’ হিসেবে উদযাপন করছেন। দিবসটি প্রতি পালন উপলক্ষ্যে কালীগঞ্জে অবস্থিত শাখা মিশনগুলো গরিব-দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ও বাদ জুম্মা মসজিদে আলোচনা সভার আয়োজন করেন।