কয়রায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবন সংলগ্ন কয়রার শাকবাড়িয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার মেশিনে শাকবাড়িয়া নদীর গাববুনি, হরিহরপুর, জোড়শিং, আংটিহারা পয়েন্ট থেকে প্রতিনিয়ত বালু উত্তোলন করে উত্তর বেদকাশির গাতিরঘেরি, গাববুনি, দক্ষিণ বেদকাশির জোড়শিং ও আংটিহারা এলাকায় মজুদ করা হচ্ছে। বর্তমানে এ সকল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় নদীর তীর রক্ষার কাজে প্লেসিং ব্লক তৈরির কাজ চলমান রয়েছে। শাকবাড়িয়া নদী বালু মহল ঘোষণা না হওয়া সত্ত্বেও প্রশাসনের নজরদারী উপেক্ষা করে ঠিকাদারের মনোনীত কয়েকজন সাব ঠিকাদার গত ১ মাস ধরে বালু উত্তোলন করে আসছে। গত ১৫ মার্চ সকালে গাববুনি বেড়িবাঁধের পাশে গিয়ে দেখা গেছে ড্রেজার মেশিন দিয়ে শাকবাড়িয়া নদী থেকে বালু তুলে পাইপ লাইনের মাধ্যমে বেড়িবাঁধের ভেতরে কপোতাক্ষ নদের পাশে মজুত করা হচ্ছে। বিষয়টি জানতে চাইলে ড্রেজারে থাকা একজন শ্রমিক বলেন নদী থেকে বালু উত্তোলন করছি। গত ১৫-২০ ধরে দিন হরিহরপুর লঞ্চঘাটের দক্ষিণ পাশে বড় একটি বার্জের ওপর শ্রমিকদের শত শত জিওব্যাগে বালু ভরতে দেখা যায়। স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তারা জানায় শাকবাড়িয়া নদী থেকে বালু তুলে জিও ব্যাগে ভরাট করছে ঠিকাদারের লোকজন। আংটিহারা গ্রামের জনপ্রতিনিধি আঃ ছালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, পাউবোর কাজের জন্য নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি বলেন, নদী থেকে কারা কীভাবে বালু উত্তোলন করছে তা আমার জানা নেই। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিএম তারিক উজ-জামান বলেন, শাকবাড়িয়া নদী থেকে বালু উত্তোলনের খবর তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।