চুয়াডাঙ্গায় সাশ্রয়ী মূল্যে পণ্যসামগ্রী বিক্রি

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পবিত্র রমজান উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে সাশ্রয়ী মূল্যে প্রান্তিক নারীদের মধ্যে পণ্যসামগ্রী বিক্রি শুরু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জান্নাতুল ফেরদৌস। চুয়াডাঙ্গা পুনাকের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস জানান, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে প্রান্তিক নারীদের মধ্যে সপ্তাহব্যাপী ১০ রকমের পণ্য বিক্রয় করা হবে যা বাজার মূল্যের অর্ধেক দামে। প্রথম দিনে ১০৫ জন প্রান্তিক নারীদের মধ্যে এসব পণ্য বিক্রয় করা হয়। আজ থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে এসব পণ্য বিক্রয়। এই সময়ের মধ্যে যতজন প্রান্তিক নারী পণ্য ক্রয় করতে আসবে তাদের সবাইকে সাশ্রয় মূল্যে পণ্য দেওয়া হবে। চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির নিজস্ব তহবিল থেকে যে দামে পণ্যগুলো বিক্রয় হবে- চাউল ২৫ টাকা, ডাল ৪০ টাকা, তৈল ৮০ টাকা, চিনি ৬৮ টাকা, আলু ১৫ টাকা, পেঁয়াজ ২৮ টাকা, ছোলা ৫০ টাকা, মুড়ি ৬৪ টাকা, বেসন ৪৫ টাকা এবং খেজুর ৮৫ টাকা কেজি দরে বিক্রয় করা হবে।