ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন

অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন গ্রামবাসী। গতকাল উপজেলার চৌহাট ইউনিয়নের ধামরাই-মির্জাপুর আঞ্চলিক সড়কের পাড়াগ্রাম এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে মাটি ব্যবসায়ী ভূমি দস্যু লাবু, ফজল ও আলীমের শাস্তি এবং বিচারের দাবি জানান প্রশাসনের কাছে। মানববন্ধনে গ্রামবাসী বলেন, আমাদের একমাত্র পেশা কৃষিকাজ। তিন ফসলি জমির খননযন্ত্র ভেকু দিয়ে মাটি কাটছেন। এতে পাশের ফসলি জমির মাটি ভেঙে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে জমির মালিকরা কম দামে তাদের কাছে জমি বিক্রি করছেন। এতে তিন ফসলি জমি কমে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। উপেজলার প্রায় ১০০ স্থানে প্রতিদিন রাতে ভেকু দিয়ে তিন ফসলি মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটিখেকোরা। এতে প্রায় গড়ে প্রতিদিন ১০ একর তিন ফসলটির জমির মাটি যাচ্ছে ইটভাটায়। একদিকে তিন ফসলি মাটি কাটায় জমির শ্রেণির পরিবর্তন হচ্ছে। অপরদিকে রাস্তা-ঘাট ব্যাপক ক্ষতি হচ্ছে। ধামরাইবাসি তিন ফসলি মাটি কাটা বন্ধের দাবিতে বার বার বিক্ষোভ মিছিল ও মানব করলেও প্রশাসনের টনক নড়ছে না বলে অভিযোগ কৃষকদের। মাটিকাটা বন্ধে প্রতিকার চেয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন গ্রামবাসী। অভিযোগের বিষয়ে ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, অভিযোগ পেয়েছি, অতিদ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার খান, রিপন, মো: রনি, মোসলেম মেম্বার, সোহরাব হোসেন, আলী হোসেন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত