হালুয়াঘাটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আশার উদ্যোগে ময়মনসিংহের হালুয়াঘাটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দিনব্যাপী উপজেলার ধুরাইল বাজারে আশার স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। আশা ঋণদান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ফিজিওথেরাপিসহ অন্যান্য সামাজিক কর্মসূচিতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন আশার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আশা হালুয়াঘাট আঞ্চলিক কার্যালয়ের রিজিওন্যাল ম্যানেজার শাহজাহান কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এসএম খায়রুল আমীন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন আশা ফুলপুর কার্যালয়ের সাপোর্ট ইঞ্জিনিয়ার মনোয়ারুল ইসলাম, আশা ধুরাইল ব্রাঞ্চ ম্যানেজার জিয়াউল হক, হেলথ সেন্টারের ইনচার্জ ডা. নুরুজ্জামানসহ স্বাস্থ্য সেবিকারা প্রমুখ।