পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়েছেন মানিকগঞ্জের এসপি মোহাম্মাদ গোলাম আজাদ খান। গতকাল দুপুর ১২টায় বাসস্ট্যান্ড মোড়ে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা ও পরিবহন শ্রমিকদের নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য এসপি গোলাম আজাদ খান বলেন, ঢাকা শহরের কিচেন বলা হয় মানিকগঞ্জকে। রান্না করতে যে সকল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য লাগে তার সিংহভাগের জোগান হয় এখান থেকে। যেসব গাড়িতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পরিবহন করা হয়, সেদিকে কারোরই তাকানো যাবে না। তাকালেই ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ম্যাসেজটি আপনাদের দিতেই আমি এখানে এসেছি। এসপি বলেন, আমি এর আগে সিংগাইর ও পাটুরিয়াতে গিয়েছি। আজ এখানে সভা করছি। সামনে আরিচাতে যাব।