ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে সুশাসন শক্তিশালীকরণে দ্বি-মাসিক সভা

নাটোরে সুশাসন শক্তিশালীকরণে দ্বি-মাসিক সভা

নাটোরে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজের (যুক্ত) উপজেলা নাগরিক সমাজ সংগঠনের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে নাটোর বড়হরিশপুর ডাসকো ফাউন্ডশনের কার্যালয়ের হলরুমে এ দ্বি-মাসিক সংলাপ অনুষ্ঠিত হয়। মহিলাবিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের সেবাসমূহ প্রাপ্তির জন্য যোগাযোগ করণ, আন্তজার্তিক নারী দিবস আলোচনাকরণ, জেন্ডার সমতা, যৌন হয়রানি, মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনা, তথ্য প্রদান, সিএসও ইনিসিয়েটিভ তথ্য প্রদান, নিরাপদ পানির সমস্যা, স্বাস্থ্যসম্মত টয়লেট, হাতধোয়াবিষয়ক, বর্জ্য ব্যবস্থাপনা, নলকূপ স্থাপন বিষয়ে বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংলাপে উপস্থিত ছিলেন-ডাসকো ফাউন্ডেশন’র ট্রেনিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার মাকসুদা খানম, এফএফ সুনীল কুমার রায়সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা সিএসও সদস্য, ইউনিয়ন এবং গ্রাম সিএসওসহ নাগরিক সমাজ সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত