চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের দাম কমেছে ৩৫ টাকা

প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে হু হু করে কমছে পেঁয়াজের দাম। দুই দিনে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে অন্তত ২৫ থেকে ৩৫ টাকা পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার চেয়ে বাজারে সরবরাহ বেশি হওয়ায় এ দরপতন। গতকাল সকালে শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে জানা যায়, গত দুইদিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা কেজি। তবে হঠাৎ গতকাল থেকে কমতে শুরু করে পেঁয়াজের ঝাঁঝ। এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। ইসমাইল নামে এক পেঁয়াজ বিক্রেতা বলেন, পরশুদিন পেঁয়াজ বিক্রি করেছি ৯৫ টাকা কেজি দরে। আজ বিক্রি করছি ৬০ টাকা। মূলত এখন বেশি পেঁয়াজ আসছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে। শুনেছি সেখানে পেঁয়াজের দাম কমেছে। তাই এখানেও পেঁয়াজের বাজার মান্দা। তাছাড়া প্রশাসন বাজার তদারকি করছে, বেশি নেওয়ার সুযোগ নেই। শিবগঞ্জ বাজারের পেঁয়াজ বিক্রেতা আবু বকর সিদ্দিক বলেন, মূলত গত রোববার থেকেই পেঁয়াজের বাজার কমতির দিকে। গত সপ্তাহে আমরা যে পেঁয়াজ ৯০ টাকা কেজি বিক্রি করেছি, গত রোববার সেই পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হয়। আর আজ বিক্রি করছি ৫০ থেকে ৫৫ টাকায়। পেঁয়াজ বিক্রেতা আবুল কালাম বলেন, এখন ভ্যান থেকে ৫০ থেকে ৫৫ টাকায় পেঁয়াজ কিনতে পারছেন ক্রেতারা। পাইকারি বাজার থেকে এসব পেঁয়াজ আমরা ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে কিনে এনেছি।