অসুস্থ গরু জবাইয়ের চেষ্টা : আটক দুই

প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারে অসুস্থ গরু জবাইয়ের প্রস্তুতির সময় জবাই অনুপযোগী অসুস্থ গরুসহ রনি কসাই এর দুই সহকারীকে আটক করেছে পুলিশ। তিন দিন আগেও একই অভিযোগ ছিল এই রনি কসাইয়ের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযুক্ত কসাই রনি পৌর এলাকার আরামপাড়ার মোহাম্মদ গান্ধীর ছেলে। চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ জানান, রাতে রেলবাজার এলাকায় জবাই অনুপযোগী রোগাক্রান্ত অসুস্থ একটি গরু নিয়ে আসেন স্থানীয় কসাই রনি। পরে রাতের আঁধারে গরুটি জবাই করার প্রস্তুতি নেন তারা। জবাই করার আগেই পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর এর তদারকি টিম সেখানে গেলে গরুটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে গরুটি পরিবহনে ব্যবহৃত ভ্যানসহ কসাই এর দুই সহকারীকে আটক করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুজ্জামান। পরে আমিসহ পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান ও আরো কয়েকজন কাউন্সিলর সেখানে উপস্থিত হই। জবাই অনুপযোগী গরুটি জব্দ করে পৌরসভার ভিতরে রাখা হয়েছে এবং সহকারী দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। মাত্র তিন দিন আগেও এই রনি কসাইয়ের বিরুদ্ধে একই অভিযোগ পাওয়া যায়। গতকাল সকাল ১০টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন বলেও জানান তিনি।