ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেনাপোলে দ্বিগুণ দামে তরমুজ বিক্রি

বেনাপোলে দ্বিগুণ দামে তরমুজ বিক্রি

যশোরে ও নোয়াপাড়া আড়ত থেকে পিস হিসেবে কেনা তরমুজ কেজি দরে দ্বিগুণ দামে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। বাজার মনিটরিং ও প্রশাসনিক কোনো তৎপরতা না থাকায় সিন্ডিকেট গড়ে এভাবে চলছে ক্রেতার পকেট কাটা। আড়ত থেকে ১২০ টাকায় কেনা এক পিস তরমুজ কেজি দরে বিক্রি হচ্ছে ২৫০-৪০০ টাকায়। পাইকারি তরমুজ বিক্রেতারা বলছেন, পিস হিসেবে কেনা তরমুজ অতিরিক্ত দামে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। এক্ষেত্রে দ্বিগুণ দাম নেওয়া হচ্ছে। বাজারের ফলের আড়তদার রাজু ফল ভাণ্ডারের মালিক রাজু আহমেদ বলেন, ১৫ দিন পর তরমুজের মৌসুম শুরু হবে। তরমুজ এখনো ভালোভাবে পরিপক্ব হয়নি। রমজানের বাজার ধরতে চাষিরা আগেভাগে তরমুজ বিক্রি করছেন। তিনি জানান, ৩ কেজি ওজনের তরমুজ ১০০টি ১২ হাজার টাকায় বিক্রি করছেন। ৪-৫ কেজি ওজনের তরমুজের ১০০টির দাম ২১-২৪ হাজা টাকা পর্যন্ত। ৬-৭ কেজির ওজনের তরমুজের শ’ প্রতি দাম ৩৩ থেকে ৩৪ হাজার টাকা। ক্রেতারা জানান, প্রশাসনের তদারকি না থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ক্রেতাদের পকেট কাটছে। জোট বেঁধে তারা কেজি দরে তরমুজ বিক্রি করছে। প্রশাসনের উচিত এই সিন্ডিকেট ভেঙে দেওয়া। জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম সাইফুল ইসলাম লিটন জানান, সমিতির পক্ষ থেকে কেজি দরে তরমুজ বিক্রি না করতে ব্যবসায়ীদের চিঠি দেওয়া হয়েছে। এরপরও কেউ কেজি দরে তরমুজ বিক্রি করলে সমিতি দায়ভার নেবে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, পিস হিসেবে কিনলে অবশ্যই পিস হিসেবে দাম ধরে তরমুজ বিক্রি করতে হবে। কেজি দরে কিনলে কেজি দরে বিক্রি করা যাবে। এর ব্যত্যয় হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বেনাপোল বাজার ঘুরে দেখা যায়, খুচরা ব্যবসায়ীরা কেজি দরে তরমুজ বিক্রি করছেন। একেক কেজি তরমুজের দাম ৭০-৮০ টাকা। এতে একেকটি তরমুজের দাম ওজন ভেদে পড়ছে ৩০০ থেকে ৫০০ টাকা। কিন্তু ব্যবসায়ীরা আড়ত থেকে এর চেয়ে অর্ধেক দামে তরমুজ কিনছেন। আমজাদ হোসেন নামে এক ক্রেতা জানান, রোজার মাস ঘিরে তরমুজের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। ৩-৪ বছর আগে যে তরমুজের দাম ছিল ১০০ টাকা, এখন সেই একই সাইজের তরমুজ ৩০০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে বিক্রির কারণে তরমুজের দাম কয়েকগুণ বেড়ে গেছে। জাকির হোসেন জানান, কেজি দরের বদলে পিস হিসেবে কিনতে চাইলে ৪ থেকে ৫ কেজি ওজনের একটি তরমুজের দাম চাওয়া হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা। এক্ষেত্রে কেজি দরের চেয়েও দাম বেশি পড়ছে। বেনাপোল বাজারের নূর শপিং কমপ্লেক্সের সামনে ফলপট্টি ব্যবসায়ী হযরত আলী বলেন, ক্রেতা কেজিতে চাইলে কেজিতে, আর পিস হিসেবে কিনতে চাইলে পিস হিসেবে বিক্রি করি। এ বছর তরমুজের দাম অনেক বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত