যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন মণিরামপুরের যুবক সনজিৎ কর্মকার। গত সোমবার দুপুরে নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটলেও অসুস্থ সনজিতের জ্ঞান ফেরে গত মঙ্গলবার রাতে। সনজিৎ কর্মকার মণিরামপুর উপজেলার বালিধা ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের গোপাল কর্মকারের ছেলে। ঘটনা সম্পর্কে গতকাল বুধবার সকালে সনজিৎ কর্মকার বলেন, গত সোমবার দুপুরে আইএফআইসি ব্যাংক নওয়াপাড়া শাখায় নিজ একাউন্ট থেকে ৩ লাখ ২৬ হাজার ৫০০ টাকা উত্তোলন করি। বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার উদ্দেশ্য ওই টাকাসহ নূরবাগ বাসস্ট্যান্ডে পৌঁছায়। এ সময় একটি ইজিবাইক এসে আমার পাশে দাঁড়ায়। পরে ওই ইজিবাইকের ভেতর থেকে কে বা কারা আমার চোখণ্ডমুখ লক্ষ্য করে কিছু একটা স্প্রে করে।’ তিনি আরো বলেন, ‘কয়েক সেকেন্ডের মধ্যে চালকসহ দুই যুবক আমাকে তাদের ইজিবাইকে উঠিয়ে নিয়ে যশোরের দিকে রওনা হয়। শরীরের শক্তি হারিয়ে যাওয়ায় অনেক চেষ্টা করে ইজিবাইক থেকে নামতে পারিনি। মঙ্গলবার রাতে কিছুটা জ্ঞান ফিরে এলে দেখি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে চিকিৎসাধীন রয়েছি। ওরা আমার টাকা, গলায় থাকা স্বর্ণের চেইন, মোবাইল ফোন ও চেক বইটিও নিয়ে গেছে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. খন্দকার আল মামুন জানান, সনজিৎ নামে এক রোগীর দেহে চেতনানাশক ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসা চলছে, তার শারীরিক অবস্থা ভালো না। এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।