ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আলোকিত বাংলাদেশে সংবাদ প্রকাশ

ভ্রাম্যমাণ আদালতে এসিড তৈরি কারখানার জরিমানা

ভ্রাম্যমাণ আদালতে এসিড তৈরি কারখানার জরিমানা

দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় ‘শ্রীনগরে অবৈধ এসিড তৈরির কারখানা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর এসিড তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল দুপুরে শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদের নেতৃত্বে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের প্রাণিমণ্ডল এলাকায় অবস্থিত এসিড তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(গ) ধারায় ছাড়পত্রবিহীন অবৈধ ব্যবসা পরিচালনার দায়ে এসিড তৈরির কারখানার মালিক প্রাণিমণ্ডল গ্রামের শেখ হজরত আলীর ছেলে সোহেল শেখের কাছ থেকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মুন্সীগঞ্জের কর্মকর্তা মো. মিজানুর রহমান, শ্রীনগর থানার এসআই নেছার উদ্দিন,

মোবাইল কোর্ট সহকারী নাসির হোসেনসহ ভূমি অফিসের কর্মচারী ও পুলিশ সদস্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত