চাঁদা না পেয়ে পুকুরে বিষ প্রয়োগ

প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে চৌহাট ইউনিয়নের ছোট ভাকুলিয়া এলাকার সোহেল রানা মাসুদের ১০০ শতাংশ জমির পুকুরে পূর্বশক্রতার জেরে গ্যাস ট্যাবলেট (বিষ) প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধামরাই থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তিনজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ করেছে ভুক্তভোগী সোহেল রানা (মাসুদ)। ভুক্তভোগী মাছ চাষি সোহেল রানা (মাসুদ) উপজেলার চৌহাট ইউনিয়নের ছোট ভাকুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। অভিযুক্তরা হলেন মো. রেজাউল করিম পিতা মৃত আব্দুস সামাদ, নরুল ইসলাম পিতা মৃত নাজিম উদ্দিন উভয়ই সাং ছোট ভাকুলিয়া, হজরত আলী পিতা: ঘণ্টু বেপারি কাচা রাজাপুরের বাসিন্দা। ভুক্তভোগী মৎস্য চাষি সোহেল রানা (মাসুদ) বলেন, বিবাদীরা দির্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তারা বিভিন্নভাবে আমার ক্ষতি করার চেষ্টা করে। গতকাল ভোরে আমার পুকুরে গেলে আমি দেখি আমার পুকুরের মাছগুলো মরে ভেসে উঠেছে। এ সময় পুকুরপাড়ে কিছু গ্যাস ট্যাবলেট পড়ে থাকতে দেখা যায়। এতে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই হাফিজুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি, এ বিষয় তদন্ত চলমান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, অভিযোগ পেয়েছি, অতিদ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।