ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাউখালীতে অবৈধ ৪ ইটের পাজা ধ্বংস

কাউখালীতে অবৈধ ৪ ইটের পাজা ধ্বংস

পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটের পাজা ফায়ার সার্ভিস দিয়ে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন। দুটি পাজার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের ফোরকান ও মিজান সরদার অবৈধ ইটের পাজা তৈরি করে পোড়ানোর প্রস্তুতি নিলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে তৈরি করা ইটগুলোকে ফায়ার সার্ভিস দিয়ে ধ্বংস করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মালিকপক্ষের লোকজন পালিয়ে যায়। এছাড়া এর আগে দিন বুধবার দুপরে উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কাঠালিয়া ও গোসনতারা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল দুটি অবৈধ ইটের পাজা ধ্বংস করা হয়েছে এবং এর আগের দিন বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা উপজেলার কাঠালিয়া ও গোসনতারা গ্রামে অবৈধভাবে ইটের পাজা তৈরি ও পোড়ানোর অভিযোগে অভিযান পরিচালনা করেন। এ সময় কাঠালিয়া গ্রামের মোঃ জাকির হোসেন ও গোসনতারা গ্রামের মোঃ মহিউদ্দিন সরদারকে ইটের পাজা তৈরি ও পোড়ানো অপরাধে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত