ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিগারেট দিতে নিষেধ করায় দোকানিকে হত্যা

সিগারেট দিতে নিষেধ করায় দোকানিকে হত্যা

কুমিল্লার তিতাসে সিগারেট দিতে মানা করায় এক দোকানিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বেলা ১১টায় উপজেলার কানাইনগর গ্রামের চকের পাড়ায় এ ঘটনা ঘটে। আহত মানিক মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তিন ওই গ্রামের মোখলেছ ভূঁইয়ার ছেলে স্থানীয় মুদি দোকানি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানাইনগর গ্রামের মানিক মিয়া গ্রামের রাস্তার পাশে টং দোকানে মুদি দোকানদারি করে আসছে। গতকাল বেলা ১১টায় একই গ্রামের নায়েব আলীর ছেলে বাহাউদ্দিন দোকানে গিয়ে সিগারেট চায়। মানিক সিগারেট নাই বলাতে বাহাউদ্দিন ক্ষিপ্ত হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বাহাউদ্দিনের নাক দিয়ে রক্ত বের হয়। পরে বাহাউদ্দিনসহ তার আত্মীয়স্বজন দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে এবং মানিক মিয়াকে দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী কাকলী আক্তার জানান, গ্রামের নায়েব আলীর ছেলে বাহাউদ্দিন দোকান থেকে বিভিন্ন জিনিস বাকি নিয়ে টাকা দেয় না। বাকি না দিলে হুমকি-ধমকি দেয়। গতকাল দোকানে এসে সে সিগারেট চায়। দোকানে সিগারেট ছিল না। তা বলাতে বাহাউদ্দিন আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত