নাটোরে আগুনে পুড়ল ১০টি বসতঘরসহ

প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

নাটোরে সিংড়ায় আশ্রায়ণ প্রকল্পে আগুনে ১০টি বসতঘর, দুইটি গরু পুড়ে ভস্মীভূত হয়েছে। এসময় ঘরে থাকা নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল ভম্মীভূত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের আদর্শ গ্রামে আশ্রায়ণ প্রকল্পে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিংড়ার মেয়রসহ প্রশাসনের কর্মকর্তারা। ফায়ার সার্ভিস লিডার মো. কামরুজ্জামান জানান, দুপুরে সিংড়া চামারী ইউনিয়নের আদর্শ গ্রামের আশ্রায়ণ প্রকল্পের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে মুহুর্তেই ১০টি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে নাটোর ও সিংড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুনে ১০টি বসতঘর, গোয়াল ঘরে থাকা দুইটি গরু পুড়ে মারা যায়। সেই সঙ্গে ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাপত্র, নগদ সাড়ে চার লাখ টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আগুনে আশপাশের আর সাতটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে বলে জানান। ৫নং চামারী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান স্বপন মোল্লা বলেন, দুপুরে আশ্রায়ণ প্রকল্পের ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহূর্তে আশপাশের ১০টি ঘরে আগুন ছড়িয়ে পড়লে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে পরিবারগুলো একেবারে সর্বশান্ত হয়ে পড়েছে।