ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাউখালীতে চার ব্যবসায়ীকে জরিমানা

কাউখালীতে চার ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে রোজায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ও ভোগ্যপণ্যের মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজল মোল্লার নেতৃত্বে এ মনিটরিং করা হয়। এ সময় উপজেলার দক্ষিণ বাজারের মাছবাজারে সামুদ্রিক মাছে মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানো এবং পচা মাছ বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের অভিযান। খাদ্যে ভেজাল বন্ধ করা, খাদ্যের মান নিয়ন্ত্রণ করা এবং ন্যায্য মূল্যে মালামাল বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিং করা অব্যাহত আছে। তিনি আরো জানান, মাছের নিষিদ্ধ রং মেশানো ও পচা মাছ বিক্রির অভিযোগে মো. ইলিয়াস ১ হাজার, মো. শাহিদ ২ হাজার, মো. রাজিম ২ হাজার, মো. ফরিদকে ২ হাজার টাকা করে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় একশ’ কেজি রং মেশানো মাছ জব্দ করে নষ্ট করা হয়েছে। এছাড়া প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানোসহ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত