ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় নসিমনচালকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নসিমনচালকের মৃত্যু

অন্যান্য দিনের মতো আজও রেজাউল করিম সাহরি শেষে ফজরের নামাজ আদায় করে বাড়ি থেকে জীবিকার উদ্দেশ্যে তার ইঞ্জিনচালিত নসিমন গাড়িটি নিয়ে বের হন। গন্তব্যস্থলে পৌঁছে গাড়িতে মুরগি লোড দিয়ে ফেরার পথে দুর্ঘটনাকবলিত হয়ে প্রাণ হারান তিনি। গতকাল সকাল ৭টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের সামনে যশোর ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত রেজাউল করিম ঝিনাইদহ সদর উপজেলার ছোট ভুটিয়ারগাতী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক জোয়ারদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোরের দিক থেকে আসা একটি কভারভ্যান ইঞ্জিনচালিত নসিমনটিকে ধাক্কা দিলে চালক রেজাউল গাড়িসহ ছিটকে পড়েন সড়কের পাশে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শিশির কুমার ছানা বলেন, ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা রেজাউল করিম নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে আসেন। তার শরীরে কোনো কাটার চিহ্ন ছিল না। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যুর শোকে দিশাহারা হয়ে পড়েছে স্ত্রী কন্যা ও আত্মীয়-স্বজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত