ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য

কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য

কাহারোল উপজেলার ১২০টির মধ্যে ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। অবসর, বদলি, মৃত্যু এবং পদউন্নতির কারণে পদ শূন্য হলেও তা পূরণের কোনো উদ্যোগ নেই। কাহারোল উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে দীর্ঘদিন ধরে ২৮টিতে প্রধান শিক্ষক নেই। এরফলে পাঠ দান, প্রশাসনিক কর্মকাণ্ড এবং সুষ্ঠু পরিবেশ বাঁধার সম্মুখীন হচ্ছে বলে অভিভাবকগণ অভিযোগ তুলেছেন। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদ পূরণে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হওয়ায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক শূন্য বিদ্যালয়গুলো হলো খামার দীঘা বিদ্যালয়, গোপালপুর-১ বিদ্যালয়, ইটোয়া বিদ্যালয়, সাহাপাড়া বিদ্যালয়, বোয়াল পাতমা বিদ্যালয়, পশ্চিম মুকুন্দপুর বিদ্যালয়, রণগাঁও বুলিয়া বাজার বিদ্যালয়, গুলিয়ারা বিদ্যালয়, কটগাঁও বিদ্যালয়, কেউটপাড়া বিদ্যালয় এবং ভেলয়া বিদ্যালয়সহ ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাহারোল উপজেলা শিক্ষা কর্মকর্তা এএমকে জিন্নাত আলী বলেন, বিদ্যালয়ের পদ শূন্য থাকলে পাঠদানে কিছুটা সমস্যা হয়। আমি নুতন এসেছি। দ্রুতভাবে শূন্য পদ সংক্রান্ত যাবতীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত