ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বজ্রপাতে জেলের মৃত্যু

বজ্রপাতে জেলের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নাহিদ নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অপর দুইজন। গতকাল সকাল ৯টায় জানাজা শেষে নাহিদকে দাফন করা হয়। এর আগে শনিবার দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীর শাখা নদীতে বজ্রপাতে নিহত হয় সে। আহতরা হলেন দুইজন দুদ মিয়া ও দাদন মিয়া। তারা তিনজন গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রামের আহসান উল্লার ছেলে বলে জানা গেছে। স্থানীয় ও নিহত স্বজনদের সূত্রে জানা যায়, গেল শনিবার দিবাগত রাত একটার দিকে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায় নাহিদ, দুদ মিয়া ও দাদন মিয়া। ওই রাত দুইটার দিকে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় নদী থেকে বাড়ি ফেরার পথে নৌকায় বজ্রপাতে মারা যায় নাহিদ। আহত হয় সাথে থাকা দুই সহোদর দুদ মিয়া ও দাদন।

পরে খবর পেয়ে স্থানীয়রা নাহিদকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে গতকাল সকাল ৯টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান বলেন, বিষয়টি আমি জানতাম না আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, এরকম কোন ঘটনা আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে দেখছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত