ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ধামরাইয়ে গর্তের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ধামরাইয়ে গর্তের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে এক চেয়ারম্যানের কাটা ছোট গর্তের পানিতে পরে ইয়াসিন হোসেন ও হাকিম নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামে এমন ঘটনা ঘটে। ইয়াসিন ও হাকিম আব্দুল মালেক ও সালমা বেগমের দুই ছেলে। মালেক পাবনা জেলার বাসিন্দা। তিনি খাতরা এলাকার আয়নাল হকের বাড়ির ভাড়াটিয়া। আব্দুল মালেক ইট ভাঙার কাজ করেন। সরজমিনে জানা যায়, কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান তার বাড়ির দক্ষিণ পাশে রাস্তার পাশ থেকে মাটি কেটে ডোবা তৈরি করে রেখেছে। গত শনিবার রাতে প্রচণ্ড বৃষ্টির কারণে সেই গর্ত পানিতে ভরে যায়। পরে গতকাল দুপুরের দিকে ইয়াসিন ও হাকিম আপন দুই ভাই খেলতে গেলে সেই ডোবার পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় ইয়াসিন ও হাকিমকে না পেয়ে তাদের মা সালমা বেগম খুঁজতে থাকে। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারে তার দুই ছেলে লুৎফর চেয়ারম্যানের ডোবায় পরে গেছে। স্থানীয়দের সাহায্যে ইয়াসিন ও হাকিমকে পানি থেকে উদ্ধার করা হলেও অনেক আগেই তারা দুই ভাই মারা যায়। বাবা আব্দুল মালেক বলেন, খেলার সময় ছোট ছেলে হাকিম গর্তে পরে যায়। তাকে বাঁচাতে বড় ছেলে এগিয়ে গেলে সেও ওই গর্তের পানিতে পরে মারা যায়। মা সালমা বেগম বারবার কান্নায় ভেঙে পড়ছেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে। তবে এ বিষয়ে কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানকে বিষয়টি সম্পর্কে জানতে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত