অটোরিকশায় বাড়ছে এলপিজির ব্যবহার

প্রাণহানির ঝুঁকিতে যাত্রীরা

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)

জ্বালানি গ্যাস সিলিন্ডারের যথাযথ ব্যবহার না থাকায় প্রতিনিয়তই ঘটছে বড় বড় দুর্ঘটনা। এসব ঘটনা বিশ্লেষণে সঠিক নিরাপত্তা ব্যবস্থা না রেখে গ্যাস সিলিন্ডার ব্যবহারকে টাইম বোমের সঙ্গে তুলনা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এসবের বাইরে দিনাজপুরের ঘোড়াঘাটে দেখা মিলবে শত শত এলপিজি গ্যাস চালিত তিন চাকার বাহন সিএনজির। শুধু দিনাজপুর জেলা কিংবা ঘোড়াঘাট উপজেলা নয়! এমন চিত্র সারা দেশের প্রায় সব জেলা-উপজেলায়। অল্প ভাড়ায় দ্রুত যাতায়াতের অন্যতম বাহন এই জ্বালানি গ্যাস চালিত সিএনজি। কাছের কিংবা দূরের যাত্রায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কাছে বেশ জনপ্রিয় তিন চাকার এই বাহনটি। তবে গ্যাস চালিত এই সিএনজিতে নেই কোন নিরাপত্তা ব্যবস্থা। বাহনটির পেছনে মনগড়া ভাবে দুই থেকে তিনটি পর্যন্ত গ্যাসের সিলিন্ডার নিয়ে যাত্রী পরিবহন করে চলছে। এসব গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে সিএনজি’র জ্বালানি হিসেবে। এতে জীবনের ঝুঁকি নিয়ে টাইম বোমের এই গাড়িটিতে প্রতিদিন যাতায়াত করছেন নানা বয়সি হাজার হাজার যাত্রী।

অনেক যাত্রী এসব গ্যাস সিলিন্ডারের সামনে বসেই হরহামেশা ধূমপান করছে। তবে এসব নিয়ে তেমন কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কোনো দপ্তরের। গত রোববার সকালে ঘোড়াঘাট উপজেলা ঘুরে দেখা যায়, পৌর শহরের চার মাথা বাসস্ট্যান্ড থেকে কামদিয়া বাজার পর্যন্ত যাতায়াতের জন্য যাত্রীর অপেক্ষায় সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ৮ থেকে ১০টি সিএনজি। প্রতিটি সিএনজির পেছনে যাত্রী বসার সিটের সঙ্গে রাখা দুই থেকে তিনটি পর্যন্ত এলপিজি গ্যাসের সিলিন্ডার। এসব সিলিন্ডারের সামনে চেপেই নিয়মিত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শিশু থেকে বৃদ্ধসহ নানা বয়সের যাত্রী। একই চিত্র করতোয়া নদীর ত্রিমোহনীঘাটে। সেখানে সড়কের উপরে দাঁড়িয়ে আছে ১৫ থেকে ২০টি সিএনজি। যাত্রী নিয়ে তারা নিয়মিত যাতায়াত করে গাইবান্ধার পলাশবাড়ী চারমাথা মোড় পর্যন্ত। এসব সিএনজিতেও রাখা একাধিক গ্যাস সিলিন্ডার। একটি সিএনজিতে একাধিক রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার রাখার কারণ জানতে চাইলে এসব সিএনজির চালক এবং মালিকরা জানান, আগে তারা বগুড়া থেকে সিএনজি গ্যাস ভরিয়ে আনতেন। তবে দূরত্ব বেশি হওয়ায় এবং মহাসড়কে তাদের সিএনজি উঠতে না দেওয়ায় রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস তারা ব্যবহার করছেন।

এই গ্যাসের বোতল তুলনামূলক ছোট হওয়ায়, একসাথে ২-৩টি গ্যাসের সিলিন্ডার তারা গাড়িতে রাখছেন। যাতে যেকোনো মুহূর্তে একটি সিলিন্ডার শেষ হলে আরেকটি সিলিন্ডার তারা ব্যবহার করতে পারেন। সিএনজিতে ঝুঁকিপূর্ণভাবে এসব গ্যাস সিলিন্ডার ব্যবহারের ফলে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে যেকোনো ধরনের বড় দুর্ঘটনা। হতে পারে প্রাণহানির মত মর্মান্তিক ঘটনা। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তারা বলছেন, গ্যাস লিকেজসহ যেকোনো ত্রুটির কারণে এসব জ্বালানি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হতে পারে। আর কোনো কারণে সিএনজিতে থাকা এসব গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে সিএনজির পেছনে বসে থাকা যাত্রীদের শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হতে পারে। সিএনজিতে বসে ঘোড়াঘাট থেকে কামদিয়া যাচ্ছিলেন মহিলা ডিগ্রি কলেজে কর্মরত শান্ত ইসলাম। তিনি বলেন, আমরা অনেক আগে থেকেই সিএনজিতে যাতায়াত করি।

আমাদের পেছনে গ্যাসের সিলিন্ডার দৃশ্যমান। তবে ঝুঁকি নিয়ে হলেও, অন্যদের মত আমিও যাতায়াত করি। সিএনজির আরেক যাত্রী আফ্রিদি কবির রাকা বলেন, প্রতি বছরই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে। তার পরেও আমরা অসচেতনতাবশত ঝুঁকি নিয়ে যাতায়াত করি। তবে কোনো কারণে সিএনজিতে থাকা এসব গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হতে শরীরের অর্ধেক উড়ে যাবে। সিএনজি চালক রফিকুল ইসলাম বলেন, ‘আমি গত ১০ বছর ধরে সিএনজি চালাই। শুরু থেকেই গ্যাস দিয়ে গাড়ি চালাচ্ছি।

আগে বগুড়া থেকে গ্যাস নিয়ে আসতাম। এখন স্থানীয় দোকান থেকে এলপিজি গ্যাসের সিলিন্ডার কিনে ব্যবহার করছি। ছোট্ট একটি এলপিজি গ্যাস সিলিন্ডার দিয়ে ৪০ থেকে ৫০ বার যাতায়াত করা যায়। তবে কোন সময় কোন দুর্ঘটনা ঘটেনি।’ এদিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, ‘সিএনজিতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার শতভাগ ঝুঁকিপূর্ণ। অধিকাংশ ক্ষেত্রেই মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। পুরাতন গ্যাস সিলিন্ডার রংচং করে নতুন করা হচ্ছে। একাধিকবার রং করার কারণে গ্যাসের সিলিন্ডারের উপরে খোদাই করা মেয়াদের তারিখ মিশে গেছে। যত্রতত্র এসব সিলিন্ডার ব্যবহারের ফলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। আমরা বিভিন্নভাবে সাধারণ মানুষকে সচেতন করছি।’