সারা দেশে গণহত্যা দিবস পালিত

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গণহত্যা দিবস উপলক্ষ্যে গতকাল সারা দেশে র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

নীলফামারী : সূর্য ওঠার সাথে সাথে নীলফামারী সরকারি কলেজ বদ্ধ ভূমিতে শহীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন। স্বাধীনতার সকল শহীদদের প্রতি ১ মিনিট নিরবতা পালন এর মধ্যে দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।

আদমদীঘি (বগুড়া) : বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারি, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল. ওসি রাজেশ কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম প্রমুখ।

টাঙ্গাইল : সকালে শহরের জেলা সদর পানির ট্যাংকের পাশে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণহত্যা দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে গণহত্যা দিবসের আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

রাঙামাটি : সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হো?সেন খান-এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিরা।

শরীয়তপুর : সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুদ্দিন গিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু বকর সিদ্দিক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম রাফেউল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া প্রমুখ।

কুষ্টিয়া : সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জেলা কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চে আলোচনা সভা, জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শন ও সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা।

দুর্গাপুর (নেত্রকোনা) : সকালে উপজেলা পরিষদ মিলনায়তেন গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভার) পারভীন আক্তার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচালার একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: জেবুন্নেছা প্রমুখ।

দুমকি (পটুয়াখালী) : সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা করেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড হারুন-অর রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, মাওলানা আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) : দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম। পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফ উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা প্রমুখ।