১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন অমিত

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন দিনাজপুর ঘোড়াঘাটের এক রাজমিস্ত্রির ছেলে মা-হারা রাকিবুল হাসান অমিত। দিন এনে দিন খেয়ে চলে তাদের পরিবার। তিন ভাই-বোনের মধ্যে অমিত বড়। গত ২০২২ সালে মারা যান তার মা। মা ছাড়া জীবনে নেমে আসে অন্ধকার। মধ্যবিত্ত পরিবারের অমিতের চাকরি হয়েছে পুলিশে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন এই তরুণ। গত শনিবার দিনাজপুর জেলা থেকে কনস্টেবল পদে চূড়ান্ত মনোনীত ৭৫ জনের নাম ঘোষণা করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ। তাদের মধ্যে একজন রাকিবুল হাসান অমিত। অমিত দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার ২নং ওয়ার্ডের নয়াপাড়া (কলেজপাড়া) গ্রামের রায়হান আলীর ছেলে। সে ঘোড়াঘাট কে.সি পাইলট স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাবার কাজের ব্যস্ততায় সারাদিন বাইরে থাকায় ছোট দুটি ভাইবোনের দায়িত্ব নিতে হয় অমিতকে। এর মাঝে চলতি বছর পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে আবেদন করে অমিত। নিজ উপজেলা ঘোড়াঘাট থেকে জেলা সদর দিনাজপুরের দূরত্ব প্রায় ৯৭ কিলোমিটার। মধ্যবিত্ত পরিবারের সন্তান অমিত দিনাজপুরে বন্ধুর মেসে উঠে প্রিলিমিরানি, শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি উত্তীর্ণ হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে সেখানেও নিজের মেধা ও যোগ্যতার প্রমাণ দেয় এই তরুণ।