ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাদারীপুরে মাছের দাম বেড়েছে

মাদারীপুরে মাছের দাম বেড়েছে

মাদারীপুরের বিভিন্ন হাটবাজারে দাম বেড়েছে সবধরনের মাছের। প্রতি কেজিতে ১০০ থেকে ২০০ টাকা দাম বেড়েছে। এতে পবিত্র এ রমজানেও মাছ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। পুরানবাজারে মাছ কিনতে আসা মেহেদী তালুকদার বলেন, ‘রোজার মাস। তাই একটু মাছ দিয়ে ভাত খেতে হয়। কিন্তু যে দাম, আমাদের মতো সাধারণ মানুষদের মাছ কিনতে হিমশিত খেতে হচ্ছে।’ শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে সবধরনের মাছে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। পাবদা ৩৫০ থেকে ৪০০, তেলাপিয়া ৩০০ থেকে ৩৫০, কই ৪০০ থেকে ৬০০, শিং মাছ ৮০০ থেকে ১০০০, রুই ৪০০, কাতলা ৪০০ থেকে ৪৫০, চিংড়ি ৬০০ থেকে ১০০০, শোল ৬০০ থেকে ৮০০, বোয়াল ৮০০ এবং আকারভেদে ইলিশ মাছ ৮৫০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। আরেক ক্রেতা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সামান্য বেতনে চাকরি করি। এ টাকা দিয়ে বাজার করতে হিমশিম খেতে হয়। এরপর মাছের যে দাম, তাতে আমাদের মাছ কিনতে কষ্ট হয়ে যাচ্ছে।’

তবে আড়তে মাছের সংকট বলে জানালেন বিক্রেতা জয়নাল হোসেন। তিনি বলেন, মাছের দাম বেড়েছে। আমরা কম দাম কিনে আনতে পারলে কম দামে বিক্রি করতে পারি। কিন্তু আমাদের কেনাই পড়ে যাচ্ছে বেশি দামে। মাদারীপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা ভোক্তাদের কথা চিন্তা করে নিয়মিতভাবেই বাজারে অভিযান পরিচালনা করছি। দাম বেশি নেওয়ার অভিযোগ পেলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত