মাইকিং করে তরমুজ বিক্রি

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জামতলা বাজারে মাইকিং করে তরমুজ বিক্রি করা হচ্ছে। এছাড়া দাম কমে ৩০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করায় ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। গতকাল গোয়ালন্দ বাজার ও পৌর জামতলা বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। গোয়ালন্দ বাজারের তরমুজ ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, ১৯ ফেব্রুয়ারি বরিশাল থেকে ২ ট্রাক তরমুজ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে কিনে এনেছিলাম। এখন দাম একটু কমে যাওয়াতে টাকা তোলার জন্য তরমুজগুলো ছেড়ে দিচ্ছি। অপর তরমুজ ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, তরমুজ ৩০ টাকা কেজি দরে হওয়ায় আমাদের তরমুজ ভালো বিক্রি হচ্ছে। এখন একটু লোকসান হচ্ছে বলে জানান। পৌর জামতলার দেওয়ানপাড়া গ্রামের তরমুজ কিনতে আসা ক্রেতা মিসুক বলেন, গত কয়েক দিন তরমুজের দাম অনেক বেশি ছিল। এখন কেজিতে দাম কম হওয়ায় ৩০ টাকা কেজি দরে ৮ কেজি ওজনের একটা তরমুজ কিনেছি। দৌলতদিয়া থেকে গোয়ালন্দ বাজারে তরমুজ কিনতে আসা ক্রেতা মানিক বলেন, বাড়ি থেকে বাচ্চারা তরমুজ খেতে চাওয়ায় গোয়ালন্দ বাজারে তরমুজ কিনতে এসেছি। এসে দেখি তরমুজের দাম কেজিতে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তাই ১০ কেজি ওজনের একটা তরমুজ কিনলাম।

পৌর জামতলা বাজারের তরমুজ ব্যবসায়ী রনি বলেন, আমরা মাইকিং করে কেজি দরে তরমুজ বিক্রি না করে, পিস হিসেবে নির্দিষ্ট টাকা ধরে বিক্রি করছি। এতে সব শ্রেণির ক্রেতারা তরমুজ কিনতে পারছেন। মাহে রমজান মাসে জনগণের একটু সেবা দেওয়া হচ্ছে বলে জানান।