সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

সারাদেশের মতো পিরোজপুরের কাউখালীতে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুম এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জায়েদুর রহমান। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জায়েদুর রহমান তার বক্তব্যে বলেন, টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার সর্বজনীন পেনশন স্কিম শুরু করেছে। চারটি ভাগে বাংলাদেশের সব শ্রেণি পেশার মানুষ এতে অন্তর্ভুক্ত হতে পারবেন। বিশেষ করে হতদরিদ্র্য সীমার নিচে বসবাসকারীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। তারা ১ হাজার টাকার মাসিক জমা প্রধান স্কিমে ৫০০ টাকা জমা দিলেই হবে। বাকি ৫০০ টাকা সরকার জমা দিবেন। প্রবাসীদের জন্য রয়েছে প্রভাস এই প্রকল্পে জাতীয় পরিচয়পত্র না থাকলেও পাসপোর্ট থেকেই পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবে। স্বক?রমে নিয়োজিত কৃষক, কামার, কুমারদের জন্য রয়েছে সুরক্ষা স্কিম এবং বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য রয়েছে প্রগতি নামে আলাদা আলাদা চারটি স্কিম। এই সব স্কিমগুলোতে ১৮ বছর থেকে ৫০ বছর এবং ৫০ থেকে ৬০ বছর বয়সি সব ধরনের নারী-পুরুষ অংশগ্রহণ করতে পারবে। জেলা প্রশাসক আরো বলেন, বাংলাদেশে বয়সজনিত কারণে অর্থের অভাবে অনেক বয়স্ক মা-বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। এমনকি মানুষের কাছে হাত পেতে মানবতার জীবনযাপন করতে হয়। সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়িত হলে এই সমস্যা আর থাকবে না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, সমাজ সেবা কর্মকর্তা মহাসিন কবির, শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইফুজ্জামান মিন্টু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ। এর আগে জেলা প্রশাসক সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।