ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লালমনিরহাটে বেড়েছে ঠান্ডাজনিত রোগ

বেশি আক্রান্ত শিশুরা
লালমনিরহাটে বেড়েছে ঠান্ডাজনিত রোগ

ভোর থেকে সকাল পর্যন্ত ঠান্ডা আবহাওয়া। এরপর শুরু হয় ভ্যাপসা গরম। সন্ধ্যার দিকে গরম কমে আবার ঠান্ডা। গত কয়েকদিন ধরে ঋতু পরিবর্তনের কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বইছে এমন আবহাওয়া। এতে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শতাধিক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বুড়িমারী উফারমারা গ্রাম থেকে আসা এক শিশু রোগীর অভিভাবক বলেন, বাচ্চাকে তিন দিন আগে হাসপাতালে ভর্তি করিয়েছি। এখন বাচ্চা ভালো আছে। হাসপাতালে বেশিরভাগ শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। ডাক্তাররা বাচ্চাদের নিয়মিত দেখাশোনা করছেন। গতকাল সকালে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা গেছে, হাসপাতালের শিশু ওয়ার্ডে বেডের তুলনায় রোগী কয়েকগুণ বেশি। অনেকে বেড না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছে। এতে শিশুদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন রোগীর স্বজনরা। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জহির উদ্দীন মো. বাবর বলেন, ‘হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে এবং আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি, শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। এ ছাড়া প্রতিদিন ১০-১৫ জন ডায়রিয়া আক্রান্ত শিশুও ভর্তি হচ্ছে।’ লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায় বলেন, ‘হঠাৎ করে হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। এ আবহাওয়ায় শিশুদের সাবধানে রাখতে হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত