ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও ডিগ্রি কলেজে স্বাধীনতা দিবস পালিত

হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও ডিগ্রি কলেজে স্বাধীনতা দিবস পালিত

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করেছে। এদিকে ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজ যথাযোগ্য মর্যাদায় দিবস পালন করে।

২৬ মার্চ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়। উপজেলা পরিষদ চত্বর মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বীর শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা জানান হাজীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ। এছাড়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা পুলিশ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, হাজীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক সমিতি, আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।

এরপর হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশন হয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। এরপর সালাম ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক মুরাদ, ইউএনও তাপস শীল ও থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ। মাঠ পাচে অংশ নেয় থানা পুলিশ, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান। দেশাত্মবোধক গান ও নৃত্যানুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া সকালে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা শেষে একই মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

এদিকে ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার সকালে বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার প্রদান করে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা।

কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সভাপতিত্বে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় তিনি মহান স্বাধীনতা, মুক্তি যুদ্ধের কথা ও জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। সহকারী অধ্যাপক তৌহিদা আকতারের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য অধ্যাপক স্বপন কুমার পাল, মোহাম্মদ শামসুজ্জামান মুন্সী, অভিভাবক সদস্য অহিদুল ইসলাম চৌধুরী, সহ-অধ্যাপক ইয়াসিন মিয়া, প্রভাষক মো. আতিকুর রহমান মানসুরী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য এসএম আক্তার হোসেন, আবুল কাশেম, শিক্ষক প্রতিনিধি, শিক্ষকমন্ডলী, শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত