ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে প্রতারক চক্র গ্রেপ্তার

র‌্যাব-১৩

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চুরি অথবা ছিনতাই হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের ক্ষেত্রে IMEI নম্বর ব্যবহার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে আসছে। কিন্তু সস্প্রতি কিছু অসাধুচক্র চোরাই মোবাইলগুলোর IMEI নম্বর পরিবর্তন করে জালিয়াতি করে আসছে। তারা একটি ডিভাইস ও সফটওয়্যার এর মাধ্যমে মোবাইলের প্রকৃত IMEI নম্বর পরিবর্তন করে চুরি যাওয়া মোবাইলকে আবার পুনরায় নতুন মোবাইল হিসেবে বাজারে বিক্রি করে আসছে। দিনাজপুর অঞ্চলে চুরি যাওয়া মোবাইল ফোনের IMEI পরিবর্তনের মাধ্যমে বাজারজাত করণের কাজ করে আসছিল একটি চক্র। দীর্ঘদিনের গোয়েন্দা অনুসন্ধানের পর এই চক্র ও তাদের কার্যক্রম সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পায় র‌্যাব-১৩। পাওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার হাকিমপুর থানার ডাঙ্গাপাড়া বাজারস্থ শুভ এক্সপার্ট কম্পিস্প টেলিকম ও মোবাইল সার্ভিসিংয়ের দোকানে ২৭ মার্চ রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করে চোরাই মোবাইলের IMEI পরিবর্তন চক্রের মূল হোতা গোবিন্দপুর গ্রামের ফরিদ আলীর ছেলে মোঃ শাহাদত হোসাইন (২৭) ও ডাঙ্গাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে মোঃ সুলতান মাহমুদ (৩২) দ্বয়কে পাঁচটি ডিভাইস, ২২টি চোরাই মোবাইল, একটি ল্যাপটপ, ৫টি হার্ডডিক্স এবং অন্যান্য সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করে।

র‌্যাব-১৩’র উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা রুজু করেছে এবং আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।