ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঘাটাইলে গণউচ্চ বিদ্যালয় নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

ঘাটাইলে   গণউচ্চ বিদ্যালয় নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া গণউচ্চ বিদ্যালয়ে অর্থের বিনিময়ে পরিচালনা পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদক দু’টি পদে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছেন। জানা গেছে, সম্প্রতি দেওপাড়া গণউচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহকারী-কাম হিসাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বেশ কয়েকজন প্রার্থী আবেদন করেন।

কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান সরকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া কাউকে না জানিয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে মো: শহীদুল ইসলাম ও অফিস সহকারি পদে মো. তাওহীদণ্ডএর কাছে থেকে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছেন বলে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আফরোজা আক্তার, মোনছের আলী ও ফরিদ মিয়া। তারা জানান, প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজশে ওই দু’জনকে নিয়োগ দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আগামী ৩০ মার্চ দেওপাড়া উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক নিয়োগ পরিক্ষা হওয়ার কথা রয়েছে। নিয়োগ পরিক্ষা স্থগিতের দাবিতে তারা জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। দেওপাড়া গণউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া জানান, নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনিয়মের অভিযোগ সত্য নয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আ. মান্নান জানান, সকল নিয়ম মেনে রেজুলেশনের মাধ্যমে নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া করা হয়েছে। অর্থ লেনদেনের বিষয়টি তার জানা নেই। নিয়োগ কমিটির (ডিজি) প্রতিনিধি বাসাইল সরকারি গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার জানান, এ ধরনের অভিযোগ থাকলে সুুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হবে এবং সবকটি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত