ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পটিয়ায় ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার : গ্রেপ্তার আট

পটিয়ায় ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার : গ্রেপ্তার আট

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে চোরাই ১১টি মোটরসাইকেল উদ্ধার এবং চোরচক্রের প্রধানসহ আটজনকে আটক করেছে। পটিয়া থানার ওসি জসিম উদ্দিন গতকাল বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, বিগত বেশকিছু দিন থেকে পটিয়ার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি হচ্ছিল। বিষয়টি মনিটর করা হয় এবং গতকাল বৃহস্পতিবার উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের প্রধান পটিয়ার হুলাইন থেকে হুমায়ুন কবির প্রকাশ শরীফ প্রকাশ রাসেল প্রকাশ বাচাকে (৩২) আটক করে। পরে তার ভাগিনা মো: সাকিব (২৪) কে জেলার হাটহাজারী থেকে আটক করে। মামা-ভাগিনা মিলে দীর্ঘদিন মোটরসাইকেল চুরি করে সেগুলো ৩০/৩৫ হাজার টাকায় বিক্রি করে আসছিল। সাকিব মোটরসাইকেল চুরির অভিযোগে জেলে আটক ছিল। আটক অন্যরা হলো পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের খোরশেদ আলম (২৭), ভাটিখাইন ইউনিয়নের মেহেদী হাসান (২৪), চকরিয়া উপজেলার মো. আলমগীর প্রকাশ বাবলু (২৬), চকরিয়া উপজেলার শাহাদাত হোসেন প্রকাশ পুতু (২৫), মো. মিরাজ (২৬), মো. হানিফ (২৭)। পটিয়া থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, গত বুধবার আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের একটি সিন্ডিকেটকে জেলার বিভিন্ন থানা, কক্সবাজার জেলার চকরিয়া ও রামু থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেন। তাদের স্বীকারোক্তি মতে পুলিশ উদ্ধার করেছে ১১টি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত একটি মাস্টার ‘কী’। যে কোনো মোটরসাইকেল মাত্র ২০ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে তারা এই চাবি দিয়ে খুলে ফেলতে সক্ষম। চাবি তৈরির কারিগরকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন, ওসি (তদন্ত) সাইফুল ইসলাম। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত