১০ টাকায় ঈদসামগ্রী

খুশি নিম্ন আয়ের মানুষ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় ১০ টাকায় ঈদের নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী প্রদান করেছে ‘চলো পাল্টাই’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যে নামমাত্র মূল্যে ঈদসামগ্রী পেয়ে খুশি নিম্নআয়ের পরিবারগুলো। গতকাল সকালে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নিম্নআয়ের ২৫০টি পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ সময়, রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আক্তার, ব্যবসায়ী বদিউজ্জামান খোকন, রাজু আহমেদ, শাওন পারভেজসহ উদ্যোগতা আট বন্ধু উপস্থিত ছিলেন। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির সময়, কচুয়া গোয়ালমাঠ এলাকার আট যুবক মিলে স্থানীয় নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য কিছু করার পরিকল্পনা করেন তারা। সেই পরিকল্পনা থেকেই নিজস্ব ও স্থানীয় বিত্তবানদের অর্থায়নে ‘চলো পাল্টাই’ নামের সংগঠন তৈরি করে ১০ টাকায় দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়। প্রতি প্যাকেট ঈদসামগ্রীর মধ্যে রয়েছে লাচ্ছা সেমাই, তেল, গুডা দুধ, চিনি, পোলাউ চাউল, পেয়াজ, নুডুলস। ঈদের আগ মুহূর্তে নামমাত্র মূল্যে ঈদসামগ্রী পেয়ে খুশি নিম্নআয়ের পরিবারের সদস্যরা। এদিন ২০৫টি পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।