নওগাঁয় সার্বজনীন পেনশন স্কিম জেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক গোলাম মওলার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেনশন স্কিমের চারটি ধাপ প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিম সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়। কোন স্কিমে মাসিক কত টাকা করে কত মাস পর্যন্ত কিস্তি দিতে হবে এবং ওই ব্যক্তি কতমাস পর্যন্ত কত টাকা করে পেনশন প্রাপ্ত হবেন সে নিয়েও আলোচনা হয়। জেলা প্রশাসক মো: গোলাম মওলার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা,
সোনালী ব্যাঙ্কের ডিজিএম ওলিউল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন প্রমুখ আলোচনা করেন।