বাগেরহাটের মোংলার পশুর নদীর ত্রিমোহনায় ডুবে যাওয়া বাল্কহেড এমভি সাফিয়া থেকে চাল উত্তোলন শুরু হয়েছে। গতকাল সকাল থেকে ডুবুরি দল অন্য একটি বাল্কহেড থেকে চাল উত্তোলন শুরু করে। মোংলা নৌ পুলিশের অফিসার ইনচার্জ এসআই সৈয়দ ফকরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সকাল থেকে ডুবুরি দল অন্য একটি বাল্কহেড থেকে চাল উত্তোলন শুরু করে। দুপুর পর্যন্ত এক হাজারের বেশি বস্তা উত্তোলন করা হয়েছে বলে। এর আগে গত রোববার দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদী ও মোংলা নদীর ত্রিমোহনায় চালবোঝাই এমভি সাফিয়া নামক বাল্কহেডটি ৬ হাজার বস্তা চাউল নিয়ে এমভি শাহজাদা-০৬ নামের অপর একটি লাইটার জাহাজের ধাক্কায় ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত ও নিখোঁজ হয়নি বলে জানিয়েছেন নৌপুলিশ। এদিকে ধাক্কা দেওয়ার অপরাধে এমভি শাহজাদা-৬ কার্গো জাহাজটি এখনও নৌপুলিশের হেফাজতে রাখা হয়েছে। উল্লেখ্য, ঈদ উপলক্ষ্যে গরিব অসহায়দের জন্য গত রোববার সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ৬ হাজার বস্তার ১৭৫ মেট্রিক টন চাল নিয়ে মোংলার খাদ্য গুদামের রাখার উদ্দেশে মোংলায় আনা হচ্ছিল।