ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

চৈত্রের তীব্র তাপদাহে পুড়ছে পাবনার ঈশ্বরদী উপজেলার জনজীবন। দিন দিন বেড়েই চলেছে উত্তরাঞ্চলের জেলা পাবনার ঈশ্বরদীর তাপমাত্রা।

পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিস গতকাল চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ঈশ্বরদীতে যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা। এ অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। নাভিশ্বাস দেখা গেছে মানুষের মধ্যে। গতকাল সকাল থেকে সূর্যের চোখ রাঙানি ও ভ্যাপসা গরমে অতিষ্ট জনজীবন। বৈদ্যুতিক পাখা ছাড়া যেমন ঘরে বসা যাচ্ছিল না, তেমনি বাইরেও রোদের সঙ্গে সঙ্গে গরমে অতিষ্ঠ হয়ে ওঠে প্রাণ-প্রকৃতি। ঈশ্বরদী আবহাওয়া অফিসের তাপমাত্রা পর্যবেক্ষক নাজমুল হোসেন রঞ্জন জানান, আজ ঈশ্বরদীতে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত