সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদাতা

পিরোজপুরে পাসপোর্ট আনতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম রিফাত মুন্সী নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আসফাক আহম্মেদ সাজিদ। গত সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পিরোজপুর-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) প্রাইভেট কার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিহত জহিরুল ইসলাম রিফাত মুন্সি জেলার ভান্ডারিয়া পৌরশহরের পুরোনো ইস্টিমারঘাট এলাকা অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মোঃ হালিম মুন্সীর পুত্র ও ঢাকা একটি কলেজের অনার্সের ছাত্র। আসফাক আহম্মেদ সাজিদ একই এলাকার মাকসুদুর রহমান মৃধার পুত্র। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, পিরোজপুরে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট আনতে মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বের হন রিফাত ও তার বন্ধু সাজিদ। আসার পথে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে কাউখালী উপজেলার বেকুটিয়ার দিক থেকে একটি প্রাইভেট কার আসছিল। অন্যদিকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা প্রান্ত থেকে রিফাত ও সাজিদ মোটর সাইকেলে যাচ্ছিল। এ সময় মোটর সাইকেলের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রিফাত ও সাজিদ গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেলে পাঠানো হয়। যাওয়ার পাথে রিফাত মুন্সী মারা যান।