পীরগাছায় বেগুনের কেজি ১ টাকা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছা বেগুনের দাম মাত্র ১ টাকা কেজি হওয়ায় জমিতেই নষ্ট করছেন কৃষকরা। ক্ষোভে বেগুনকে বানিয়েছেন গো-খাদ্য। গত সোমবার দুপুরে পীরগাছা উপজেলার ছাওলা এলাকায় এ দৃশ্য দেখা যায়। কৃষকরা বলছেন, এক টাকা কেজি বেগুন বিক্রি করলে মজুরিই তোলা সম্ভব নয়। রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা এলাকার কৃষক আশরাফুল ইসলাম ব্যবসায়ীরা মাত্র এক টাকা কেজি বলায় জমিতে রেখেই বেগুন নষ্ট করেছেন তিনি। নিজের বেগুনক্ষেতের পচা বেগুন ছিঁড়ছেন আর রাগে ক্ষোভে ফেলে দিচ্ছেন জমিতেই। কৃষক মমিনুল ইসলাম দাম না থাকায় বাসায় বেগুন এনে গরুকে খাওয়াচ্ছেন। বেগুন বিক্রি করে উৎপাদন খরচের টাকা বাদ দিয়ে মজুরির টাকা তোলাই সম্ভব নয়। এ কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। কৃষকদের আক্ষেপ এক কেজি মাংস কিনতে হলে বেগুন বিক্রি করতে হবে সাড়ে সতের মণ। এ কারণে জমি থেকে বেগুন তুলছেন না তারা। জাতীয় কৃষক সমিতি রংপুর জেলার সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি বলেন, শহরের বাজারগুলোতে বেগুনের কেজি ২৫ টাকা হলেও যাতায়াত সুবিধা না থাকায় ন্যায্য দাম পাচ্ছে না প্রান্তিক কৃষক। বেগুন চাষিদের দিকে সরকারের সুদৃষ্টি দেয়া প্রয়োজন।