হালুয়াঘাট পৌর শহরের বাজারে চলতি মৌসুমে তরমুজের সরবরাহ হলেও বিক্রি না হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে তরমুজের বিক্রি তেমন না থাকলেও আগামীতে লাভের আশায় এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে জানান তারা। তরমুজ ব্যবসায়ীরা জানান, গত এক সপ্তাহ ধরে মূল পাইকারের কাছ থেকে যে দামে তরমুজ ক্রয় করেছি এখন তার দাম দ্বিগুন দিয়ে কিনতে হচ্ছে। হতাশার সুরে আরো জানান, এ বছর তরমুজ কেনার তেমন ক্রেতা নেই। গত বছরগুলোতে ব্যবসায় ভালো লাভ হয়েছিল। কিন্তু এ বছর এখনো লাভের মুখ দেখেননি। তরমুজের দোকানে আসা এক ক্রেতা জানান, বিক্রি কম হলে কি হবে বেশি দামে তরমুজ কিনতে হচ্ছে।