নৃগোষ্ঠীর মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
বিরল উপজেলার ২৯৬টি সমতল ভূমিতে বসবাসরত নৃগোষ্ঠী পরিবারের মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। গতকাল সকালে বিরল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে ২৯৬টি অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে ২০টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। সমন্বনীত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে এর আগে ২৭০টি পরিবারের মাঝে মুরগি, ১৩৭টি পরিবারের মধ্যে ভেড়া, ৪২টি পরিবারের মাঝে বকনা বাছুর এবং ৪২টি পরিবারের মাঝে ষাঁড় বাছুর বিতরণ করা হয়েছে। বিরলের ইউএনও শিখা আশার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।