দুইটি চোরাই ট্রান্সফরমার, ট্রাকসহ দুজনকে গ্রেপ্তার করেছে নীলফামারী সদর থানা পুলিশ। গতকাল রাত সাড়ে তিনটায় নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গা চৌপথি থেকে দুটি ট্রান্সফরমার নিয়ে একটি নম্বরবিহীন ট্রাক নীলফামারীর দিকে আসছিল। জরুরিসেবা ৯৯৯ ফোন দিলে নীলফামারী সদর থানার পুলিশ অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম এর নেতৃত্বে বিভিন্ন মোড়ে চেকপোস্ট দিলে চোরাই ট্রান্সফরমার বহনকারী ট্রাকটি সজাড়ে বেড়িয়ে যায়, ট্রাকটিকে ধাওয়া করে সৈয়দপুর মহাসড়কের দারোয়ানি টেক্সটাইল মিল বাজারে গিয়ে আটক করে এবং সেই সময় ট্রাক থেকে সংঘবদ্ধ চোরচক্রের প্রায় ৭ জন পালিয়ে যায় এবং দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামনগর এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম একই এলাকার প্রভাস দাসের ছেলে চঞ্চল দাসকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।