সাতক্ষীরায় সুলভ মূল্যে ডিম দুধ মাংস বিক্রি

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রমজান মাস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের উদ্যোগে নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রয় শুরু করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। বাজারের তুলনায় গরুর মাংস কেজিতে ১০০ টাকা, ডিম প্রতি ডজনে থেকে ১০ টাকা ও দুধ প্রতি লিটার ১০ থেকে ১৫ টাকা কম মূল্যে এসব পণ্য বিক্রি করছে তারা। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকশ’ ক্রেতার মাঝে বিক্রি করা হচ্ছে এসব পণ্য। বিক্রেতারা বলছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। জানা গেছে, চাহিদার ওপর ভিত্তি করে গত ২৬ মার্চ থেকে জেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে এই সাশ্রয়ী মূল্যে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রয় করা শুরু। চাঁদ রাত পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা প্রশাসকের এমন উদ্যোগে খুশি সাধারণ ক্রেতারা। তারা বলছেন, বাজারে যখন গরুর মাংস কিনতে হচ্ছে ৭৫০ টাকা দরে, তখন এখানে তা পাওয়া যাচ্ছে মাত্র ৬৭০ টাকায়। ডিম মিলছে প্রতি ডজনে ৮ থেকে ১০ টাকা কমে, ও দুধ ১০ থেকে ১৫ টাকা। এমন উদ্যোগে খুশি তারাও। এই কার্যক্রম অব্যাহত রাখার দাবিও জানিয়েছেন তারা। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহবুবুর রহমান বলেন, গত ২৬ মার্চ থেকে শুরু করে চাঁদরাত পর্যন্ত কার্যক্রম চলবে। দুধ, ডিম এবং মাংস, দুধ আমরা প্রতি লিটার ৬০ টাকা, ডিম ৩৬ টাকা হালি মাংস ৬৭০ টাকা। বর্তমান বাজারে চলছে ৭৫০ টাকা, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে সব মানুষের সুবিধার্থে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর উদ্যোগে আমাদের এই কার্যক্রমে চলমান।