ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হিলিতে কাঁচা মরিচের কেজি ২৮ টাকা

হিলিতে কাঁচা মরিচের কেজি ২৮ টাকা

দিনাজপুরের হিলিতে কমেছে দেশি কাঁচামরিচের দাম। দুই সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে ২০ থেকে ২৫ টাকা। বর্তমানে কেজি প্রতি ২৫ থেকে ২৮ টাকা দরে। মোকামে দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন খুচার ব্যবসায়ীরা। গতকাল দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। রমজান মাসে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা রফিকুল বলেন, নিত্যপণ্য কেনার জন্য বাজারে আসলেই ভয় লাগে। সব জিনিসপত্রের দামই বেশি। এর মধ্যেও পেঁয়াজ এবং কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। তবে আলুর দাম অনেকটাই বেশি। ভারত থেকে আলু আসলেও কমছে না দাম। বর্তমানে কাঁচামরিচের কেজি ২৫ থেকে ২৮ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। যার জন্য দুই কেজি কাঁচা মরিচ কিনলাম। হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, দেশের বিভিন্ন মোকামে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত