সেফটিক ট্যাঙ্কে পড়ে কিশোর নিহত

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে সেফটিক ট্যাংকে পড়ে ওয়াজেদ ইসলাম তারিফ নামের এক কিশোর নিহত হয়েছে। গত বুধবার বিকেলে জেলা শহরের বিডিআর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিফ ওই এলাকার বেকারি ব্যবসায়ী ওয়ালিউর ইসলামের ছেলে। লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারিফ বিকাল তিনটা দিকে বাড়ির টয়লেটের সেফটিক ট্যাঙ্কের ওপর খেলছিল। এ সময় হঠাৎ ট্যাঙ্কের ঢাকনা ভেঙে গর্তে পড়ে যায়। উদ্ধারের জন্য স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা প্রায় বিশ মিনিট চেষ্টার পর তারিফকে উদ্ধার করে। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন জানান, প্রায় সেফটিক ট্যাঙ্কে পড়ে যাওয়ার প্রায় ১ ঘণ্টা পর আমরা খবর পাই। খবর পেয়েই উদ্ধার ঘটনাস্থলে গিয়ে অভিযান চালানো হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। তিনি আরও বলেন, সেফটিত ট্যাঙ্কে বিষাক্ত গ্যাস থাকে, সেখানে খুব সামান্য সময়েই মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুবরন করার ঝুঁকি থাকে। নিহত তারিফের ক্ষেত্রেও তাই হয়েছে।