আত্মসমর্পণকারী দস্যুরা পেলেন র‌্যাবের ঈদ উপহার

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ডে র‌্যাব মহাপরিচালকের পক্ষ থেকে র‌্যাব-৮ এর কর্মকর্তারা ১২ আত্মসমর্পণকৃত বনদস্যু বাহিনীর ৫৪ জনের মধ্যে নগদ টাকা ও ঈদ উপহার বিতরণ করেন। গতকাল সকাল ১১টায় টাকা ও ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৮-এর এডিশনাল এসপি আবু হাসান, ডিএডি রিয়াজুল ইসলাম, এসআই প্রসেনজিত, ল্যান্স কর্পোরাল মাসুম, কনস্টেবল আল মাসুদ, শরিফুল ও মনোরঞ্জন। উপহারসামগ্রীর মধ্যে ছিল নগদ ১ হাজার টাকা, চাউল, সোয়াবিন, ঘি, সেমাই, চিনি, গুড়ো দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, এলাস, দারু চিনি, পেঁয়াজ, টুকরি, ব্যাগ ইত্যাদি। আত্মসমর্পণকৃত বনদস্যু বাহিনীর মধ্যে ছিল মঞ্জু বাহিনী, আলমবাহিনী, খোকাবাবু বাহিনী, জাহাঙ্গীর বাহিনী, ছোট রাজুু বাহিনী, আলিফ বাহিনী, মজিদ বাহিনী, সিদ্দিক বাহিনী, আল আমিন বাহিনী, ডন বাহিনী, ছোট সামছু বাহিনী ও বড় ভাই বাহিনীর সদস্যরা। এ সময় উপস্থিত সকল বাহিনীর সদস্যরা তাদের মামলা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে আবেদন করেন।